২০২৩ সালে শেষ হবে ইউক্রেন যুদ্ধ এমন আশাবাদ ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তবে যুদ্ধ বন্ধে এখনই তিনি শান্তি আলোচনার পথ দেখছেন না।
আন্তোনিও গুতেরেস বলেন, ‘নিকট ভবিষ্যতে আমি কার্যকর শান্তি আলোচনার সম্ভাবনা নিয়ে আশবাদী নই।’ চলতি বছরের শেষ সংবাদ সম্মেলনে জাতিসংঘ প্রধান বলেন, ‘আমার মনে হচ্ছে সামরিক সংঘাত চলবে। সিরিয়াস আলোচনার মোমেন্টামের জন্য আরও অপেক্ষা করতে হবে।’
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি ‘নতুন বছর ও ক্রিসমাস’ উপলক্ষে রাশিয়ার যুদ্ধ বন্ধ করা উচিত বলে মন্তব্য করেন। এর প্রতিক্রিয়ায় ক্রেমলিন জানায়, তারা যুদ্ধ বন্ধ করবে না। যুদ্ধ বন্ধ নিয়ে ইউক্রেন আনুষ্ঠানিক কোনো আবেদনও জানায়নি। সূত্র: সিএনএন
বিডিপ্রতিদিন/কবিরুল