তেহরিক-ই তালেবানের (টিটিপি) সদস্যদের হাতে জিম্মি নিরাপত্তা কর্মকর্তাদের মুক্ত করতে অভিযান চালিয়েছে পাক বাহিনী। স্থানীয় গণমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, অভিযান ইতোমধ্যে শেষ হয়েছে। এতে ৩৩ টিটিপি সন্ত্রাসী নিহত হয়েছে।
নিরাপত্তা কর্মকর্তাদের সূত্রের বরাতে স্থানীয় গণমাধ্যম জিওর খবরে বলা হয়েছে, ওই কারাগারের ওপরে ধোঁয়া উড়তে দেখা গেছে। অঞ্চলটির শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা ছাড়াও মোবাইল নেটওয়ার্ক স্থগিত রাখা হয়। এছাড়া হাসপাতালগুলো সর্বোচ্চ সতর্ক রাখা হয়।
পাকিস্তানের খাইবারপাখতুনখোয়া প্রদেশের বান্নু শহরে রবিবার রাতে সিটিডির থানায় হামলা চালায় বিদ্রোহী গোষ্ঠী পাকিস্তানি তালেবান। হামলায় চার পুলিশ সদস্য নিহত হন। আহত হন আরও অনেকে। খবরে বলা হয়, হামলা চালিয়ে থানার দখল নেয় তালেবান। পাশাপাশি কয়েকজন নিরাপত্তাকর্মীকে জিম্মি করে।
এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, থানায় হামলার তৃতীয় দিনে জিম্মি পুলিশ সদস্যদের উদ্ধারে মঙ্গলবার পাকিস্তান সেনাবাহিনীর বিশেষ বাহিনী স্পেশাল সার্ভিসেস গ্রুপ (এসএসজি) অভিযান শুরু করে। অভিযানে বাহিনীর দুইজন সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ
বিডিপ্রতিদিন/কবিরুল