যুদ্ধজাহাজ ডুবির ঘটনায় থাইল্যান্ডের উদ্ধারকারীরা ৬ নাবিকের মৃতদেহ খুঁজে পেয়েছে। দেশটির নৌবাহিনী মঙ্গলবার এই তথ্য জানিয়েছে।
রবিবার রাতে থাইল্যান্ডের উপসাগরে শতাধিক ক্রু নিয়ে ঝড়ের কবলে পড়ে একটি যুদ্ধজাহাজ। এ ঘটনায় ৩১ জন নাবিক নিখোঁজ ছিলেন।
থাইল্যান্ডের নৌবাহিনীর বরাতে বিবিসির খবরে বলা হয়, ডুবে যাওয়া থাই যুদ্ধজাহাজের নাম এইচটিএমএস সুখোতাই। ঝড়ের মধ্যে জাহাজটির বিদ্যুৎ নিয়ন্ত্রণ ব্যবস্থা প্লাবিত হওয়ার পর এটি ডুবে যায়।
মঙ্গলবার থাই কর্তৃপক্ষ জানায়, জাহাজ ডুবির পর তারা ৭৫ জন ক্রুকে উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে। সূত্র: বিবিসি
বিডিপ্রতিদিন/কবিরুল