রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ আক্রস্মিক চীন সফর করেছেন। বেইজিংয়ে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন।
গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, দিমিত্রি মেদভেদেভ জানিয়েছেন, শি জিনপিংয়ের সঙ্গে তিনি ইউক্রেন সংঘাত নিয়ে আলাপ করেছেন।
সাবেক রুশ প্রেসিডেন্ট মেদভেদেভ বর্তমান রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর গরম গরম কথা বলে তিনি আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনায় রয়েছেন। ইউক্রেনে তিনি পারমাণবিক বোমা হামলারও প্রছন্ন হুমকি দিয়েছেন।
বুধবার নিজের টেলিগ্রাম চ্যানেলে মেদভেদেভ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাতের ছবি এবং ভিডিও পোস্ট করেন। তিনি বলেন, রাশিয়া-চীনের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের কোনো সীমা নেই। শি জিনপিংয়ের সঙ্গে তার সাক্ষাৎ ফলপ্রসূ হয়েছে বলেও দাবি করেন তিনি। সূত্র: গার্ডিয়ান ও সিএনএন
বিডিপ্রতিদিন/কবিরুল