মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গেছেন রুশ হামলায় বিধ্বস্ত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে গিয়ে মার্কিন কংগ্রেসে গুরুত্বপূর্ণ ভাষণও দিয়েছেন তিনি। এ সময় তুলে ধরেছেন যুদ্ধের বিভিন্ন দিক। যুদ্ধে টিকে থাকতে যুক্তরাষ্ট্রের কাছে অব্যাহত আর্থিক সহায়তাও চেয়েছেন জেলেনস্কি। তিনি বলেছেন, আপনাদের অর্থ কোনও চ্যারিটি নয়। এটা হচ্ছে বৈশ্বিক গণতন্ত্র ও নিরাপত্তায় বিনিয়োগ।
ভাষণে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরালো করতে কংগ্রেসের সদস্যদের প্রতি আহ্বান জানান জেলেনস্কি। বলেন, সন্ত্রাসীদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে।
তিনি বলেন, ইউক্রেনের শহরগুলোর বিরুদ্ধে রাশিয়া সব কিছু ব্যবহার করছে। কিন্তু ইউক্রেন তার অবস্থান ধরে রাখবে ও আত্মসমর্পণ করবে না।
তিনি আরও বলেন, নৃশংস যুদ্ধ চলা স্বত্ত্বেও ইউক্রেনবাসী এই বছর বড়দিন উদযাপন করবে। বিদ্যুৎ না থাকলেও নিজেদের প্রতি আমাদের বিশ্বাসের আলো নিভে যাবে না। ইউক্রেন নিরঙ্কুশ বিজয় অর্জন করবে এই বলে জেলেনস্কি তার বক্তব্য শেষ করেন। সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/কালাম