আবারও বিয়ে করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী নেতা ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খান। যুক্তরাষ্ট্রপ্রবাসী পাকিস্তানি অভিনেতা ও মডেল মির্জা বিলালের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি।
শুক্রবার নিজের বিয়ের খবর টুইটার পোস্ট করে নিশ্চিত করেছেন রেহাম খান।
টুইট বার্তায় তিনি লিখেছেন, পরিবারের আশীর্বাদ ও আমার ছেলের উপস্থিতিতে সিয়াটলে সুন্দরভাবে মির্জা বিলালের সঙ্গে আমার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিয়েতে আমার উকিল ছিল আমার ছেলে। পোস্টের সঙ্গে একটি ছবিও জুড়ে দিয়েছেন তিনি।
রেহামের এটি তৃতীয় বিয়ে। ইমরানের আগে তিনি বিয়ে করেছিলেন ইজাজ রহমান নামে এক মনোরোগ বিশেষজ্ঞকে, ১৯৯৩ সালে। ২০০৫ সালে তাদের বিচ্ছেদ ঘটে।
রেহামের বয়স এখন ৪৯, তার তৃতীয় স্বামী বিলালের বয়স ৩৬।
২০১৪ সালে ইমরান খানের সঙ্গে গাঁটছড়া বেধেছিলেন রেহাম। তাদের বিয়ে টিকেছিল মাত্র ১০ মাস। ইমরান ‘অবিশ্বস্ত’ ছিলেন এমন অভিযোগে তার সঙ্গে ২০১৫ সালে বিচ্ছেদ ঘটনা রেহাম। পরে ২০১৮ সালে নিজের জীবনীতে ইমরান খানের বিরুদ্ধে নিয়মিত মাদকগ্রহণে বাধ্য করা ও শারীরিক নির্যাতনের অভিযোগ তোলেন তিনি।
বিডি-প্রতিদিন/বাজিত