রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে থাকা রুশ সেনাদের জন্য আরও কিছু করতে দেশটির প্রতিরক্ষা প্রধানকে নির্দেশ দিয়েছেন।
পুতিন নির্দেশনা দিয়েছেন, যাতে ইউক্রেনে অবস্থান করা রুশ সেনারা আরও দ্রুত সময়ে অস্ত্র, সামরিক সরঞ্জাম পেতে পারে সেই ব্যবস্থা করতে হবে।
শুক্রবার তুলা সফরে গিয়ে পুতিন বলেছেন, সম্মুখে যুদ্ধ করা সেনাদের যা দরকার সেসব সরঞ্জাম পৌঁছে দেওয়াই গুরুত্বপূর্ণ কাজ। অস্ত্র, গোলাবারুদ ও প্রয়োজনীয় দ্রুত সময়ে পৌঁছে দিতে হবে।
এসময় পুতিন আরও জানিয়েছে, চলতি সপ্তাহে তিনি জেনেছেন ইউক্রেনে রাশিয়ার সেনারা কিছু সমস্যায় ভুগছে। সে সমস্যা দ্রুত সমাধানের আশ্বাসও দিয়েছেন।
চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে ‘বিশেষ সেনা’ অভিযান শুরু করে। তখন দেশটির বেশ কয়েকটি এলাকা রুশ সেনারা নিয়ন্ত্রণে নিলেও ধীরে ধীরে সেই পরিধি অনেকটাই কমিয়েছে রাশিয়া।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল