রাশিয়া বেলারুশে কৌশলগত ‘ইস্কানদার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা’ এবং ‘এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ মোতায়েন করেছে। বেলারুশ জানিয়েছে, এগুলো যে উদ্দেশ্যে মোতায়েন করা হয়েছে তার জন্য পূর্ণ প্রস্তুত হয়েছে।
বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা আরও বলেন, ‘আমাদের সেনারা রাশিয়া-বেলারুশের যৌথ কম্ব্যাট সেন্টারে তাদের প্রশিক্ষণ শেষ করেছে। ইস্কানদার এবং এস-৪০০ ব্যবস্থা আজ কম্ব্যাট ডিউটিতে আছে এবং এগুলো কাজের জন্য পূর্ণ প্রস্তুত।’
আল জাজিরার খবরে বলা হয়েছে, পরমাণু অস্ত্র বহনে সক্ষম কতটি ইস্কানদার ক্ষেপণাস্ত্র বেলারুশে মোতায়েন করেছে রাশিয়া; তা অস্পষ্ট। গেল জুনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছিলেন, মিনস্ককে ইস্কানদার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রদান করবে মস্কো।
খবরে আরও বলা হয়েছে, এমন সময় বেলারুশ ইস্কানদার ক্ষেপণাস্ত্র মোতায়েনের তথ্য জানাল যখন, ইউক্রেনে যুদ্ধে সহায়তার জন্য মস্কো বেলারুশের ওপর চাপ প্রয়োগ করছে। কিয়েভে হামলার জন্য রাশিয়া বেলারুশের মাটি ব্যবহার করছে।
বিডিপ্রতিদিন/কবিরুল