জাতীয় নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনীতে জনগণের বাধ্যতামূলকভাবে চাকরি করার সময়সীমা চার মাস থেকে বাড়িয়ে এক বছর করার সিদ্ধান্ত নিতে চলেছে তাইওয়ান প্রশাসন।
তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন মঙ্গলবার এই ঘোষণা দিয়েছেন। ২০২৪ সাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
জাতীয় নিরাপত্তা বিষয়ক এক বৈঠক শেষে তাইওয়ানের প্রেসিডেন্ট এই ঘোষণা দেন। সাম্প্রতিক সময়ে নানা ইস্যুতে মুখোমুখী অবস্থানে আছে তাইওয়ান ও চীন।
বিশেষ করে তাইওয়ানে মার্কিন নেতাদের আনাগোনা এবং যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনার বিষয়টি মোটেও ভালোভাবে নেয়নি চীন। পাল্লা ব্যবস্থা হিসেবে তাইওয়ান ঘিরে একের পর এক সামরিক মহড়া অব্যাহত রেখেছে বেইজিং।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল