এবার রুশ সেনাদের হটিয়ে পূর্বাঞ্চলীয় লুহানস্ক প্রদেশের গুরুত্বপূর্ণ ক্রেমিন্না শহর পুনর্দখলের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ইউক্রেনীয় সেনারা।
ইউক্রেনের এই শহরটি যুদ্ধের শুরুর দিকেই দখল করেছিল রুশ সেনারা। বর্তমানে দক্ষিণ ও পূর্ব দিকে দুই দেশের সৈন্যদের মধ্যে তীব্র মধ্যে লড়াই হচ্ছে।
রাশিয়া চলতি বছরের অক্টোবরে ইউক্রেনের চারটি অঞ্চল অধিগ্রহণ করে। ওই চার অঞ্চলের একটি হলো লুহানস্ক। রাশিয়ার অধিকৃত অপর তিন অঞ্চল হলো ডোনেটস্ক, জাপোরিঝজিয়া ও খেরসন।
লুহানস্কের আঞ্চলকি গভর্নর সেরহি হাইদাই দাবি করেছেন, ইউক্রেনীয় সেনাদের আক্রমণের মুখে রাশিয়া নিয়ন্ত্রিত কমান্ড ক্রেমিন্না থেকে পিছু হঁটে দক্ষিণ-পূর্ব দিকের শহর রুবিজনেতে অবস্থান নিয়েছে।
যদি ক্রেমিন্না শেষ পর্যন্ত রাশিয়ার হাত থেকে চলে যায় তাহলে সেভেরোদোনেৎস্ক এবং লিশিচানস্কও হারানোর শঙ্কায় পড়বে রুশ সেনারা। কয়েক মাস অব্যাহত হামলা চালিয়ে লুহানস্কের এ দুটি শহর দখল করেছিল তারা।
উল্লেখ্য, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। সূত্র: দ্য গার্ডিয়ান
বিডি প্রতিদিন/কালাম