২০২২ সালেও নানা ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে কিম জং উনের দেশ উত্তর কোরিয়া। ২০২৩ সালে সামরিকখাত আরও সমৃদ্ধ করতে চান উত্তরের শীর্ষ নেতা কিম।
২০২৩ সালের সামরিক খাতে কী কী অর্জন করতে চান তার পরিকল্পনাও নাকি সেরে ফেলেছেন কিম।
আগামী বছর নানা ধরনের অস্ত্রের পরীক্ষার হার আরও বাড়াতে চান কিম। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কিমের নেতৃত্বে করা ক্ষমতাসীস ওয়ার্কাস পার্টির বৈঠকের বরাতে এসব খবর দিয়েছে।
ক্রমবর্ধমান শত্রুদের মোকাবেলায় সামরিক খাতকে আরও শক্তিশালী করতে চান কিম। প্রতিরক্ষা খাত মজবুত করার মিশন আরো জোরদার করতে চান এই নেতা।
উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও দিয়েছেন কিম।
সূত্র: এএফপি
বিডি প্রতিদিন/নাজমুল