বিদেশফেরত ব্যক্তিদের ক্ষেত্রে বাধ্যতামূলক কোয়ারেন্টিনের বিধি বাতিলের ঘোষণা দিয়েছে চীন। ঘোষণা অনুযায়ী, আগামী ৮ জানুয়ারি থেকে এ বিধি আর কার্যকর থাকবে না।
২০২০ সাল থেকে ‘শূন্য করোনা নীতির’ আওতায় চীনে করোনার কঠোর বিধিনিষেধ চলছিল। সম্প্রতি ওই বিধিনিষেধের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় নামেন দেশটির অনেক শহরের বাসিন্দারা। এরপর চলতি মাসের শুরুর দিকে বেশির ভাগ বিধিনিষেধ তুলে নেয় চীন সরকার। তার পর থেকে দেশটিতে করোনার সংক্রমণ বাড়তে দেখা গেছে।
চিকিৎসাকর্মীরা বলেছেন, তারা পরিস্থিতি মোকাবিলায় হিমশিম খাচ্ছেন।
চীনের প্রেসিডেন্ট শি জিন পিং মানুষের জীবন বাঁচাতে সাধ্যমতো সবকিছু করার জন্য দেশটির কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
সম্প্রতি করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রকাশ করা বন্ধ করে দিয়েছে চীন। ২০২০ সালের মার্চ থেকে চীনে পৌঁছানো যাত্রীদের সবার জন্য কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল