আঞ্চলিক উত্তেজনার মধ্যে এবার দূর পাল্লার ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র বানানোর প্রস্তুতির কথা জানাল জাপান। তিন হাজার কিলোমিটার পাড়ি দিতে সক্ষম এমন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বানানো হবে বলে জানিয়েছে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। যা উত্তর কোরিয়া ও চীনে আঘাত হানতে পারবে।
জানা গেছে, ২০৩০ সালে প্রথম ধাপে ২ হাজার কিলোমিটার পাড়ি দিতে সক্ষম এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বানানো হবে ও ২০৩৫ সালের মধ্যে ৩ হাজার কিলোমিটার দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র জনসম্মুখে আনা হবে। ক্ষেপণাস্ত্রগুলো উত্তর কোরিয়ার যে কোনো অংশ ও চীনের কিছু অংশে আঘাত হানতে সক্ষম হবে।
এদিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর আঞ্চলিক অস্থিরতা বেড়ে যাওয়ায় সামরিক খাতে ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জাপান। এরই ধারাবাহিকতায় এ বছর দেশটির সরকার সামরিক খাতে ৩২০ বিলিয়ন ডলার খরচ করার পরিকল্পনা করেছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্বোচ্চ। সূত্র : রয়টার্স।
বিডি-প্রতিদিন/শফিক