ইরানের বিপ্লবী গার্ডসের (আইআরজিসি) বাসিজ বাহিনীর একজন কমান্ডারকে গুলি করে হত্যা করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, রাজধানী তেহরানে নিজ বাড়ির সামনে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় অজ্ঞাত অস্ত্রধারী তাকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি করে। মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবরে বলা হয়েছে, কাসিম ফেতাল্লাহি নামে এই কমান্ডার দক্ষিণ তেহরানের মোখতারি পাড়ায় নিরাপত্তা ঘাঁটির কমান্ডারের দায়িত্বে ছিলেন। তিনি বাসিজের একটি ইউনিটের নেতৃত্ব দিচ্ছিলেন, যারা তেহরানের নিরাপত্তার দায়িত্ব পালন করেন।
এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
২০২০ সালে মার্কিন ড্রোন হামলায় কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানির তৃতীয় হত্যা দিবসে ইরানজুড়ে যখন তাকে স্মরণ করা হচ্ছে, ঠিক সেদিনই কাসিম ফেতাল্লাহিকে হত্যার ঘটনা ঘটল। হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে ইরানের পুলিশ ও গোয়েন্দা সংস্থা।
পুলিশ হেফাজতে কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুর পর ইরানে চলমান ১০০ দিনেরও বেশি সময় ধরে গণবিক্ষোভের মাথায় একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাকে হত্যার ঘটনা ঘটল। সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল
বিডিপ্রতিদিন/কবিরুল