ইরানের শীর্ষ অভিনেত্রী তারানেহ আলিদুস্তি অবশেষে এক মাস কারাগারে বন্দি থাকার ছাড়া পেয়েছেন। গেল ডিসেম্বরে সরকারবিরোধী বিক্ষোভে সমর্থন দিয়ে গ্রেফতার হন এই অভিনেত্রী। খবর সিএনএন এর।
তারানেহ সর্বশেষ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন গত ৮ ডিসেম্বর। এর একদিন পরই ইরানি কর্তৃপক্ষ সরকারবিরোধী বিক্ষোভে জড়িত থাকার দায়ে মোহসেন শেকারি নামের ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যুদণ্ড কার্যকর করেন।
৮ ডিসেম্বর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবি শেয়ার করে তারানেহ লিখেছিলেন, ‘আপনাদের নীরব থাকার মানে হলো, দমন-পীড়ন ও দমন-পীড়নকারীদের সমর্থন করা।’ পোস্টের ক্যাপশনে তারানেহ লিখেছিলেন, ‘যেসব আন্তর্জাতিক সংস্থা এই রক্তপাতের ঘটনা দেখছে, কিন্তু কোনো পদক্ষেপ নিচ্ছে না, এর অর্থ দাঁড়ায়, মানবতার প্রতি অসম্মান প্রদর্শন।’
তারানেহ আলিদুস্তি ২০১৬ সালে অস্কার পাওয়া চলচ্চিত্র ‘দ্য সেলসম্যান’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করেন। ভুয়া ও বিকৃত আধেয় (কনটেন্ট) প্রকাশের পাশাপাশি বিশৃঙ্খলা উসকে দেওয়ার অভিযোগে তারানেহকে গ্রেফতার করা হয়েছিল।
বিডি-প্রতিদিন/শফিক