ভারতের উত্তরাখণ্ডের জোশিমঠ শহরে ভূমিধসের শঙ্কায় থাকা ৬০০ পরিবারকে নিরাপদে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।
ঘটনার কারণ জানতে বিশেষজ্ঞদের প্যানেল গঠন করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। এই কমিটি ভূখণ্ড দেবে যাওয়ার কারণ এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে তা ক্ষতিয়ে দেখবে।
গতকাল শুক্রবার বিকেলে ওই এলাকার একটি মন্দির ভেঙে পড়ে এবং বেশকিছু বাড়িঘরে ফাটল দেখা যায়। বড় বিপর্যয়ের শঙ্কায় ওই এলাকায় থাকা বাসিন্দাদের সরে যাওয়ার আদেশ দেয় কর্তৃপক্ষ।
বিশেষজ্ঞরা বলছেন, সরকারে হিসেব-নিকেশ ছাড়া করা অবকাঠামোগত উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের কারণেই এমন সঙ্কট দেখা দিয়েছে।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজমুল