চীনের বিখ্যাত ফিনটেক জায়ান্ট অ্যান্ট গ্রুপের প্রতিষ্ঠাতা জ্যাক মা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ ছাড়ছেন। শেয়ারহোল্ডারদের সিদ্ধান্ত অনুযায়ী, খুব শিগগিরই কয়েক দফায় প্রতিষ্ঠানটির শেয়ার হস্তান্তর হবে। এ প্রক্রিয়া শেষ হলে গ্রুপটির নীতিনির্ধারণী সিদ্ধান্ত নিতে পারবেন না চীনের এ ধনকুবের।
রয়টার্সের খবরে বলা হয়েছে, তিন হাজার ৭০০ কোটি আইপিও সমৃদ্ধ অ্যান্ট গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আলিপে বিশ্বের সবচেয়ে বড় মোবাইল পেমেন্ট কোম্পানি। তাছাড়া অ্যান্ট গ্রুপের আরও বেশকিছু অঙ্গপ্রতিষ্ঠান রয়েছে।
জ্যাক মা অ্যান্ট গ্রুপের ৫০ শতাংশেরও বেশি শেয়ারের মালিক ছিলেন। তবে রয়টার্সের হিসাব মতে, সম্প্রতি তার শেয়ারের পরিমাণ ৬ দশমিক ২ শতাংশে নেমে গেছে।
২০২০ সালে অ্যান্ট গ্রুপের ৩৭ বিলিয়ন ডলার মূল্যের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) স্থগিত করে দেয় নিয়ন্ত্রক সংস্থা। বৃহত্তম আইপিও নিয়ে শেয়ার বাজারে প্রবেশের চেষ্টা চালালেও সব চেষ্টা ব্যর্থ হয় অ্যান্ট গ্রুপের। সংস্থাটির ইতিহাসে এটা একটি বড় ঘটনা ছিল। তার জেরেই এই অর্থনৈতিক প্রযুক্তি সংস্থা তাদের পরিচালন ব্যবস্থাকে ঢেলে সাজাতে বাধ্য হচ্ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল