যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) ইয়েমেনের হুদাইদা বন্দর থেকে প্রায় ৫০ নটিক্যাল মাইল পশ্চিমে একটি ঘটনার খবর পেয়েছে। আল আরাবিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তবে সেই ঘটনাটি কি খবরে তা জানানো হয়নি।
এতে বলা হয়েছে, হুতিদের হামলার ফলে ইউরোপ ও এশিয়ার মধ্যে তেল, প্রাকৃতিক গ্যাস, শস্য ও ভোগ্যপণ্য বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সুয়েজ খাল ও লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটেছে।
ইরান সমর্থিত হুতি মিলিশিয়ারা ২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করে নেয়। এর ফলে আরব নেতৃত্বাধীন জোট সরকার হস্তক্ষেপ করতে শুরু করে।
সম্প্রতি হুতিরা বিক্ষিপ্তভাবে এই অঞ্চলে জাহাজগুলিকে লক্ষ্য বস্তু করেছে। তবে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হামলা বেড়েছে।
মিলিশিয়ারা ইসরায়েল থেকে আসা বা যাওয়া যেকোনো জাহাজে হামলা চালানোর হুমকি দিয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল