বিশ্ব ইজতেমায় অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে শুক্রবার থেকে শনিবার ভোর পর্যন্ত তিন মুসল্লির মৃত্যু হয়েছে। তারা হলেন- মো. কফিলউদ্দিন (৬৫), জাহাঙ্গীর আলম (৬৫) ও আব্দুস সালাম (৫০)।
শনিবার ফজরের নামাজের পর ইজতেমা ময়দানে জানাযার পর মৃতদেহগুলো তাদের নিজ বাড়িতে পাঠানো হয়েছে।
মো. কফিলউদ্দিন নাটোরের নলডাঙ্গা উপজেলার মাঝের নগর গ্রামের মৃত নাদের মণ্ডলের ছেলে। ভোর পৌনে ৪টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে শুক্রবার রাত ১১টার দিকে জাহাঙ্গীর আলম অসুস্থ হয়ে পড়লে তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ঢাকার বাড্ডার বাসিন্দা।
এর আগে শুক্রবার রাত ৭টার দিকে আব্দুস সালাম অসুস্থ হয়ে পড়লে তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি গাজীপুরের কাপাসিয়া উপজেলার বাসিন্দা।
টঙ্গী হাসপাতালের আরএমও ডা. মাহবুব এ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, বার্ধক্যজনিত কারণে ও শ্বাসকষ্টে তাদের মৃত্যু হয়েছে।
বিডি-প্রতিদিন/১০ জানুয়ারি ২০১৫/আহমেদ