টঙ্গীর তুরাগ তীরে শুক্রবার বাদ ফজর আম বয়ানের মাধ্যমে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এতে যোগ দিতে আসা আব্দুর রহমান (৬২) নামে এক মুসল্লি মারা গেছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
নিহত আব্দুর বগুড়ার গাবতলী থানার মাঝবাড়ি এলাকার মৃত কছিমউদ্দিন প্রামাণিকের ছেলে।
বিশ্ব ইজতেমার মরদেহের জিম্মাদার মো. আদম আলী জানান, বৃহস্পতিবার রাত ১টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ খিত্তায় মারা যান তিনি। বাদ জুমা তার জানাযা নামাজ অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/১৫ জানুয়ারি, ২০১৬/মাহবুব