শায়খুল হাদিস হজরত মাওলানা আবদুল হাই পাহাড়পুরি (৭০) সোমবার (২৯ আগস্ট) বেলা পৌনে তিনটার দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি হজরত হাফেজ্জি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি-এর জামাতা।
তিনি কয়েক বছর ধরে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, সাত মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ ইশা কামরাঙ্গী চর জামেয়া নূরিয়া মাদরাসায় জানাজা শেষে মরহুমের লাশ হাফেজ্জি হুজুরের কবরের পাশে দাফন করা হবে।
কুমিল্লা জেলার পাহাড়পুরে জন্ম নেওয়া মাওলানা আবদুল হাই পাহাড়পুরি হাফেজ্জি হুজুরের ঘনিষ্ঠ ছাত্র ছিলেন। তিনি পরবর্তীতে তার জামাতা হন। এছাড়া তিনি শায়খুল হাদিস আল্লামা আজিজুল হকেরও ঘনিষ্ঠ ছাত্র ছিলেন।
কর্ম জীবনে তিনি দীর্ঘ সময় ধরে বিভিন্ন মাদ্রাসায় শিক্ষকতা পেশায় থেকে দ্বীনের খেদমতে অতিবাহিত করেন। জামিয়া নুরিয়া কামরাঙ্গীচর, জামিয়া কুরআনিয়া লালবাগ ও জামিয়া রাহমানিয়া মোহাম্মদপুরসহ বিভিন্ন মাদ্রাসায় তিনি বুখারি শরিফের দারস প্রদান করেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ