ঝালকাঠিতে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো ৩ দিনের জেলা ইজতেমা। শনিবার দুপুরে আখেরি মোনাজাতে দেশ-জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনার মধ্যে দিয়ে শেষ হয় এ ইজতেমা।
গত বৃহস্পতিবার ঝালকাঠি জেলা ক্রিড়া সংস্থার পুরাতন মাঠে শুরু হয় ৩ দিনব্যাপী জেলা ইজতেমা। এতে ঝালকাঠি ও এর আশপাশের এলাকা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
আখেরি মোনাজাতে অশং নিতে সকাল থেকেই ইজতেমা ময়দানে ভিড় বাড়তে থাকে মুসল্লিদের। বিভিন্ন উপজেলার ৫০ হাজার মানুষ এ মোনাজাতে অংশ নেন। পরে বেলা ১২টার দিকে, আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয় বিশ্ব ইজতেমার এই আঞ্চলিক পর্ব।
মোনাজাতে শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু, ঝালকাঠি জেলা পরিষদের চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সুলতান হোসেন খান, পৌর চেয়ারম্যান মো. লিয়াকত আলী তারুকদারসহ জেলার বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি, সরকারি ও বেসরকারি বিভিন্ন স্তরের কর্মকর্তারা এতে অংশ নেন। এদিকে ইজতেমা নির্বিঘ্ন করতে ময়দান জুড়ে ছিল পর্যাপ্ত নিরাপত্তা ব্যাবস্থা।
বিডি প্রতিদিন/৪ জানুয়ারি ২০১৭/হিমেল