মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, আগামী ৩০ জুন (বৃহস্পতিবার) ইসলামী মাস জিলহজ শুরু হতে পারে।
সেই হিসাবে এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি দেশটিতে পবিত্র ঈদুল আজহা আগামী ৯ জুলাই উদযাপনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে। খবর খালিজ টাইমসের।
খবরে বলা হয়েছে, আমিরাতের বাসিন্দারা পবিত্র ঈদুল আজহার ছুটি ৮ জুলাই থেকে শুরু হয়ে ১১ জুলাই পর্যন্ত উপভোগ করতে পারবেন।
এদিকে আগামী ১০ জুলাই (রবিবার) বাংলাদেমে ঈদুল আজহার সম্ভাব্য দিন ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ নির্ধারণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ