কিছু কিছু মিথ্যা আছে যা মেয়েরা তাদের প্রেমিকের সঙ্গে বলে থাকেন। বেশিরভাগ মেয়ের মধ্যেই এই মিথ্যা বলার প্রবণতা দেখা যায়। জেনে নেয়া যাক সেই মিথ্যাগুলো:
১. ভালোবাসা যতই গভীর হোক না কেন সাধারণত মেয়েরা তাদের প্রাক্তণ প্রেমিকের সঙ্গে ঠিক কি কারণে সম্পর্ক ভেঙে গেল তা বর্তমান প্রেমিককে বলতে চায় না। বরং সব দোষ প্রাক্তণ প্রেমিকের ঘাড়ে চাপিয়ে দেয়।
২. নিজের বয়সের ব্যাপারে মিথ্যা কথা বলার প্রবণতা কমবেশি সব মেয়ের মধ্যেই আছে। প্রেম, বিয়ে সব সম্পর্কেই নিজের বয়স লুকায় মেয়েরা। নিজের বয়স লুকানোটা আসলে মিথ্যা কথার পর্যায়ে পড়ে তা অনেক মেয়েই মানতে চান না।
৩. কলেজ-ইউনিভার্সিটি পড়ুয়া মেয়ের ছেলে বন্ধু থাকাটাই স্বাভাবিক। কিন্তু বেশিরভাগ মেয়েরাই তার প্রেমিককে বলেন যে তার কোনো ছেলেবন্ধু নেই অথবা ছেলেবন্ধুর সংখ্যা হাতেগোনা কয়েকজন।
৪. নিজের পরিবারের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে বাড়িয়ে বলার প্রবণতা প্রায় সব মেয়ের মধ্যেই দেখা যায়। বাবার সহায় সম্পত্তি কিংবা ভাইয়ের প্রতিপত্তির ব্যাপারে বাড়িয়ে বলে নিজেকে দুর্লভ একজন হিসেবে উপস্থাপন করতে ভালোবাসেন অনেক মেয়েই।