পুরুষ সঙ্গীর হাতে বানানো এক কাপ গরম চা বা কফি নারীকে অনেক বেশি উত্তাপ দেয় যা উত্তেজক যৌনমিলনও দিতে পারে না। সম্প্রতি এক গবেষণায় এমনই অদ্ভুত তথ্য উঠে এসেছে। গবেষণা কর্মটি সম্পন্ন হয়েছে ড. জাকুই গ্যাবের নেতৃত্বে।
ড. জাকুই গ্যাবের দাবি, মুখে 'আমি তোমাকে ভালোবাসি' বলার চাইতে আচার-আচরণে ভালোবাসা প্রকাশ করা কোনও অংশে গুরুত্বহীন নয়। কোনও কোনও সময় ভালোবাসা মাখানো ছোট্ট ২/৪টি কথাও অনেক বেশি মনকে আপ্লুত করে।
সমীক্ষা আরও বলছে, এক সঙ্গে চা বা কফি হাতে বিছানায় আধশোয়া হয়ে একসঙ্গে টিভি দেখার মধ্যে অনেক বেশি রোমান্টিকতা খুঁজে পান নারীরা।