নতুন চিন্তা ও আধুনিকতার ছোঁয়া নিয়ে রাজধানীর মিরপুর ১০ (অরজিনাল-১০) -এ যাত্রা শুরু করলো চাইনিজ রেস্তোরাঁ 'ক্যাফে কম্বো'। মানসম্মত ও মজাদার সব খাবারের সঙ্গে এখানে থাকছে আধুনিক কিছু সুযোগ-বুবিধা।
আপনার মোবাইলে যদি ওয়াইফাই থাকে তবে বন্ধুদের নিয়ে অথবা কখনও একাই এসে এখানে খাওয়া-দাওয়ার পাশাপাশি কিছুটা সময় ব্যয় করে যেতে পারেন ফেসবুক বা অন্যকোনও ওয়েবসাউডে।
এছাড়া ক্যাফে কম্বোতে থাকছে স্টুডেন্ট ডিসকাউন্ড, মেম্বারশিপ ডিসকাউন্ট, জন্মদিনের ডিসকাউন্ট ও ফেসবুক চেকইন ডিসকাউন্টের সুবিধা।
এলএলবি শেষ করে কেন রেস্তোরাঁ খুললেন- এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ প্রতিদিনকে ক্যাফে কম্বোর উদ্যোক্তা ও ম্যানেজার মাজহারুল ইসলাম বলেন, চাকরির করার কথা কখনও ভাবিনি। সেজন্য এলএলবিতে পড়াশোনা করেছি। কিন্তু পড়াশোনা শেষ করে কোর্টে কাজ করতে ইচ্ছে হলো না। তাই নিজের মনের মতো একটা কাজের পরিবেশ তৈরির পরিকল্পনা থেকেই আমার এই ক্যাফে কম্বো।
ক্যাফে কম্বো নিয়ে ভবিষ্যত পরিকল্পনার ব্যাপারে তিনি বলেন, আপাততো ভবিষ্যৎ নিয়ে ভাবছিনা। এই মুহূর্তে সবটুকু ভাবনা ক্যাফেটা সবার কাছে গ্রহণযোগ্য করে তোলা। সেজন্য খাবারের মান ঠিক রাখা, সেই সাথে রিজেনেবল প্রাইজের কথা মাথায় রেখেছি। সবকিছু পরিকল্পনা মতো করতে পারলে এবং সবার সহযোগিতা পেলে ভবিষ্যতে ক্যাফে কম্বো হয়তো একটা ব্র্যান্ড হবে।