মৃত্যু মানুষের জীবনের এক অনিবার্য পরিণতি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের মাঝে নানান বিষয় নিয়ে আফসোস, হতাশা আর না পাওয়ার বেদনা বাড়তে থাকে। সবার জীবনেই কিছু না কিছু ভুল আর না পাওয়ার আফসোস থাকে। অনেকেই আছেন সময়ের কাজ সময়ে না করে হেলায় জঅবনটা পার করে দেন। কিন্তু বার্ধক্যে পৌঁছে যখন একজন মানুষের মাথায় মৃত্যু চিন্তা ঘুরপাক খেতে থাকে, তখন জীবনের চাওয়া-পাওয়ার হিসেব করতে গিয়ে নানরকম আফসোস হতে থাকে ফেলে আসা জীবনটা নিয়ে।
আসুন জেনে নেয়া যাক কি কি বিষয় নিয়ে মানুষ মৃত্যুর আগে আফসোস করে থাকেন।
* জীবনে যথেষ্ট পরিমাণে ভালো কাজ না করা।
* বাবা-মা বেঁচে থাকতে তাদের কথা না মানা এবং তাদের সঙ্গে খারাপ আচরণ করা। তাদের সময় না দেয়া, তাদের খেয়াল না রাখা।
* কর্মজীবনে ভবিষ্যতের কথা ভেবে যথেষ্ট পরিমাণ অর্থ সঞ্চয় না করা।
* কাছের কোন বন্ধুর সঙ্গে অহেতুক সম্পর্ক নষ্ট করা।
* সম্পর্কে সুখ খুঁজে না পাওয়ার পরও সারাজীবন সম্পর্কটা ধরে রাখা।
* যৌবনের অপব্যবহার করা কিংবা উচ্ছন্নে যাওয়া, যৌবনে অনৈতিক কাজ করা।
* দূরে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ পেয়েও ঘুরতে না গিয়ে নিজেকে বন্দী করে রাখা।
* কর্মক্ষেত্রে অতিরিক্ত সময় দিতে গিয়ে পারিবারিক সদস্যদের সঙ্গ হতে নিজেকে বঞ্চিত করা।
* অন্যের কথার মূল্য দিতে গিয়ে নিজের জীবন সুখ নষ্ট করা।
* সময় থাকতে ধূমপান কিংবা মদ্যপান ত্যাগ না করা।
* আলসেমির কারণে জীবনের বড় কোনো সুযোগ হারানো।
* দেশের জন্য কিছু করার সুযোগ পেয়েও না করা।
* ছাত্রজীবনে ঠিক মত পড়াশোনা না করা।