গ্রামের ঘোমটা দেওয়া বধূ অথবা আধুনিক শহুরি মেয়ে, শাড়ি যেন মানিয়ে যায় সবাইকে। আর তাইতো ওয়েস্টার্ন যে কোনও পোশাকের পাশাপাশি শাড়ির কদর রয়েছে আজও। শাড়ি প্রিয় বাঙালি নারীদের জন্য চিরন্তন ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধনে নতুন ডিজাইনের শাড়ি নিয়ে এসেছে জেএম শাড়ি।
গরমের উপযোগী নতুন ডিজাইনের শাড়িগুলোর ডিজাইন এবং কালার কম্বিনেশনে প্রাধ্যান্য পেয়েছে ঐতিহ্য এবং আধুনিকতা। সবশ্রেণীর মানুষের ক্রয়ক্ষমতার বিষয়টি মাথায় রেখে নির্ধারণ করা হয়েছে জজভূঞা গ্রুপের জেএম শাড়িগুলোর দাম।
নিজস্ব ডিজাইন এবং উন্নত বুননের এই শাড়িগুলো পাওয়া যাচ্ছে সারা দেশে। পাকা রংয়ের এই শাড়িগুলোর অধিকাংশই সুতির। এর বাইরে কিছু স্পেশাল সিল্ক, হাফ সিল্ক, টাংগাইল, বালুচরী ইত্যাদি বিভিন্ন রকমের শাড়ি রয়েছে।