সুন্দর, আকর্ষনীয় ব্যক্তিত্ব, লম্বা এবং বুদ্ধিমত্তা সম্পন্ন পুরুষরাই নারীদের পছন্দের তালিকার শীর্ষে থাকেন। কিন্তু কিছু পুরুষের বিশেষ কিছু বৈশিষ্ট্য নারীদেরকে বেশ বিরক্ত করে। আর এসব বিরক্তিকর স্বভাবের পুরুষদের প্রেমের ক্ষেত্রে এড়িয়ে যাওয়াটাই ভালো।
কুটনা স্বভাবের পুরুষ
পুরুষের মাঝে একজনের কথা আরেকজনকে বলে বেড়ানো, অন্যের নামে অতিরিক্ত বদনাম করা, হিংসা করার স্বভাব মেয়েরা একেবারেই পছন্দ করেন না। এধরণের কুটনা স্বভাবের পুরুষদের সান্নিধ্যে নারীরা বেশ বিরক্ত হন।
অতিরিক্ত পেটুক
কোনো দাওয়াতে গেলে কিংবা রেস্টুরেন্টে গেলে পুরুষের অনিয়ন্ত্রিত খাওয়া দাওয়া নারীদেরকে বেশ অস্বস্তিতে ফেলে দেয়। সেই সঙ্গে বেশ বিরক্তি সৃষ্টি করে মনে।
অতিরিক্ত স্মার্ট সাজেন যে পুরুষ
যে সব পুরুষরা অতিরিক্ত স্মার্ট সাজার চেষ্টা করেন সে ধরনের পুরুষদেরকে নারীরা বেশ বিরক্তির দৃষ্টিতে দেখেন। সারাক্ষণ নিজেকে জাহির করেন যারা এবং প্রতিটি কথার ব্যাঙ্গাত্মক উত্তর দিয়ে নিজেকে স্মার্ট প্রমাণিত করার চেষ্টা করেন যে সব পুরুষ তাদের থেকে নারীরা পারত পক্ষে দূরে থাকতে ভালোবাসেন।
মেয়েলী স্বভাবের পুরুষ
নারীদের মত হাটা চলা, কথা বলার ধরন এবং মেয়েলী পোশাক, ঘরের মেয়েলী কাজ গুলোর ব্যাপারে অতিরিক্ত আগ্রহ যেসব পুরুষের তাদেরকে নারীরা পছন্দ করেন না একেবারেই।
ছিচকাদুনে
নারীরা সবসময়েই পুরুষদের বলিষ্ঠরূপ দেখতে পছন্দ করেন। খুব অল্পতেই ভেঙ্গে পড়েন এবং চোখের পানি ফেলেন যে সব পুরুষ, সে ধরনের পুরুষদেরকে নারীরা ব্যক্তিত্বহীন মনে করে।