হাসি কান্না মিলিয়েই আমাদের জীবন। কিন্তু তারপরও কিছু কিছু বিষয় থাকে যা আমাদের হাসি-কান্না অনেকটা নিয়ন্ত্রণ করে। আমরা চাইলে কিছু কিছু ব্যাপার এড়িয়ে চললে নিজেদের জীবনটাকে হাসি খুশিতে ভরিয়ে দিতে পারি।
অহেতুক ঝামেলায় জড়ানো
অন্যের কাজে নিজেকে জড়িয়ে ফেলবেন না যদি না সেটা অত্যন্ত জরুরী হয়। অহেতুক ঝামেলা থেকে যতো দূরে থাকবেন ততো সুখি হবেন।
অতিরিক্ত প্রত্যাশা করা
প্রত্যাশা যদি অতিরিক্ত হয় তাহলে কষ্টও বেশি হয়। খুব বেশি প্রত্যাশা রাখা উচিৎ নয়। এতে অন্য কিছু না হোক দুঃখটাকে এড়িয়ে চলা যায়।
সবসময় সবকিছুতে হ্যাঁ বলা
অনেকেই আছেন কখনো না বলেতে পারেন না। যে কারণে অনেক ঝামেলায় পড়তে হয়। সব সময় হ্যাঁ বলতে হবে এমন তো কোনো কথা নেই। আপনি যেখানে কাজটি করতে পারবেন না সেখানে না বলে দেয়াটাই উত্তম।
সব কিছুতে অতিরিক্ত করে ফেলা
সব সময় অতিরিক্ত কিছু করে ফেলা একেবারেই অনুচিত। কারণ অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। তাই অতিরিক্ত আবেগ, রিঅ্যাকশন, অনুভূতি প্রকাশ করা থেকে বিরত থাকুন।
মানুষের কথায় কান দেয়া
কোনো কিছু করতে যাওয়ার আগে হাজার বার চিন্তা করি মানুষ কি ভাববে। এই কাজটি আমাদের মনের শান্তি নষ্ট করে দেয়ার জন্য যথেষ্ট।
অতীত আঁকড়ে ধরে রাখা
অতীত শুধুমাত্র কষ্ট দেয়ার জন্য। আপনি বর্তমানেও অতীত ধরে বসে থাকলে আপনার বর্তমানটাই নষ্ট হবে। অতীত ধরে রাখলে কখনোই সুখি হতে পারবেন না।