অনেক পুরুষদের একই অভিমত নারীদের বোঝা যায় না, তাদেরকে বোঝা সম্ভব নয় কারো পক্ষেই। আসলে এটা পুরুষদের ভুল ধারণা। নারীদের বোঝা অনেক সহজ তবে একটু ভালোমতো বুদ্ধি খাটানোর প্রয়োজন রয়েছে। যদি একটু লক্ষ্য করেন তবে খুব সহজেই নারীরা কী চান, কী করতে ভালোবাসেন, এমনকি তারা পুরুষদের মধ্যে কী কী পছন্দ করেন তা বুঝতে পারবেন।
সকালবেলার ঘুমজড়ানো কণ্ঠের শুভেচ্ছা
আমেরিকার একটি মনস্তাত্ত্বিক জরীপে প্রায় ৯০% নারী থেকে জানা যায়, পুরুষদের সকাল বেলার আধোঘুম জড়ানো কণ্ঠ সব চাইতে বেশি আবেদনময়। নিজের প্রেমিকা কিংবা স্ত্রীকে সকালের ঘুম জড়ানো কণ্ঠে 'শুভসকাল' বললে আপনার সঙ্গিনী সঙ্গে সঙ্গে খুশি হয়ে যাবে।
সান্ত্বনা ও নিরাপত্তাপূর্ণ আলিঙ্গন
নারীরা পুরুষদের তুলনায় অনেক বেশি আবেগি হয়ে থাকেন। এবং এই কারনেই মেয়েদের পছন্দ ছেলেদের সান্ত্বনা ও নিরাপত্তাপূর্ণ আলিঙ্গন। যেখানে মেয়েরা সান্ত্বনা খুঁজে পান এবং খুঁজে পান নিজের নিরাপত্তা নিশ্চয়ক স্থান।
একই সাথে বিরক্ত ও ভালোলাগার অনুভূতি দানের অদ্ভুত ক্ষমতা
পুরুষদের নানা ধরনের কথা শুনে বিরক্ত বোধ করেন নারীরা কিন্তু একই সাথে সেই কথাগুলো তাদের মনে ভালোলাগার অনুভূতিও তৈরি করে থাকে। যদি আপনার প্রেমিকা আপনাকে ফোন দিয়ে থাকেন এবং আপনি ব্যস্ত তখন যদি আপনি বলেন, 'আমি কাজে ব্যস্ত, শেষ করে তোমাকে ফোন দেব’ অথবা ‘বাসায় ফিরে ফোন দিচ্ছি', তাহলে আপনার প্রেমিকা বিরক্ত অনুভব করবেন কিন্তু আপনার ফোন দেয়ার প্রতিশ্রুতি তার মনে একই সাথে ভালোলাগার অনুভূতিও সৃষ্টি করবে।
ভালোবাসা প্রকাশের অদ্ভুত সকল চেষ্টা
পুরুষরা অনেকেই ভালোবাসা নিজের মধ্যেই রেখে দেন প্রকাশ করতে পারেন না বলে। কিছু পুরুষ রয়েছেন যারা ভালোবাসা প্রকাশের অনেক অদ্ভুত চেষ্টা করে থাকেন। এই ধরণের প্রচেষ্টা মেয়েদের অনেক বেশি পছন্দের।