অনেক মেয়েই আছেন যারা প্রেমের সম্পর্কে জড়াতে অনেক বেশি ভয় পেয়ে থাকেন। কিন্তু কী নিয়ে এই ভয়? কেন ভয় পান মেয়েরা সম্পর্কে জড়াতে? অনেক বিষয় রয়েছে যা মেয়েদের বাঁধা দিয়ে থাকে। মনের মধ্যে তৈরি করে দ্বিধা দ্বন্দ্বের। যে কারণে মেয়েরা প্রেমের সম্পর্কের দিকে এক পা এগোলে দু পা পিছিয়ে যান।
ভুল মানুষের সাথে প্রেমের ভয়
মেয়েরা সব চাইতে বেশি ভয় পান ভুল মানুষের সাথে প্রেমকে। দেখা গেলো অনেক চিন্তা ভাবনা করেই প্রেমের সম্পর্কে জড়ালেন কিন্তু পরবর্তীতে সেই মানুষটিই ভুল মানুষ হিসেবে জীবনে ঝড় তুলে দিয়ে গেলেন। এই ধরণের ভয়ে মেয়েরা প্রেমের সম্পর্কে জড়াতে চান না।
স্বাধীনতা হারানোর ভয়
স্বভাবত কারণেই ছেলেরা মেয়েদের উপর কর্তিত্ব খাটাতে বেশি পছন্দ করেন। সব কাজেই নিজের প্রেমিকের খবরদারী এবং সব কাজে বাঁধা পাওয়ার ভয়ে অনেক মেয়ের মন থেকে প্রেমের ইচ্ছাই চলে যায়।
বন্ধু হারানোর ভয়
ওই ছেলের সাথে কথা বলবে না, বন্ধুদের আড্ডায় বেশি যাবে না, ঘরে থাকো, বন্ধুদের সাথে খুব বেশি মিশবে না ইত্যাদি কথার পাশাপাশি সারাক্ষণ একসাথে থাকার কারণে বন্ধু বান্ধব হারিয়ে যায় জীবন থেকে।
পরিবারের ভয়
মেয়েদের প্রেমের সম্পর্কে জড়ানোতে পিছিয়ে জাওয়ার অন্য একটি কারণ হচ্ছে পরিবারের ভয়। একটি ছেলের তুলনায় একটি মেয়ে এই দিক থেকে অনেক বেশি অসহায়। যদি পরিবারের মানুষজনের মত না থাকে তবে মেয়েটির কিছুই করার থাকে না।
আপত্তিকর ঘটনার শিকার হওয়ার ভয়
ইদানিংকার প্রেমের সম্পর্ক অনেক ক্ষেত্রেই শুধুমাত্র দেহ সর্বস্ব। বলতে বা শুনতে খারাপ লাগলেও এটিই আমাদের সমাজের বর্তমান দৃশ্য। অনেক সময় নিজের প্রেমিকের দ্বারাও অনেক মেয়েরা শোষিত হন।
ভয়াবহ কিছু হওয়ার ভয়
ইদানীং পত্রিকার পাতা খুললেই প্রেমের সম্পর্কে প্রত্যাখ্যান কিংবা প্রেমের সম্পর্কচ্ছেদের ফলে মেয়েদের ওপরে নানা অত্যাচারের ঘটনা চোখে পড়ে। এই সকল কারনেও অনেক মেয়ে রয়েছেন যারা বলতে গেলে ছেলেদের এড়িয়েই চলেন।