প্রত্যেক দম্পতির সারাজীবন মনে রাখার মতো কিছু স্মৃতি থাকে। এরমধ্যে একটি হলো বিয়ের পরের প্রথম ঈদ। মেয়েদের ক্ষেত্রে নতুনত্বের পরিমাণ কিছুটা বেশি। আর বিয়ের পর প্রথম ঈদ কোথায় করবেন সেটা নিয়ে মতবিরোধ হতেই পারে। দূরত্ব বেশি না হলে স্বামী–স্ত্রী দুজনের বাড়িতেই পালা করে বেড়িয়ে আসা যায়। এটি আসলে পারস্পরিক বোঝাপড়ার বিষয়। আবার আত্মীয়দের জন্য উপহার কিনতে গিয়ে কিছু ক্ষেত্রে মতের ভিন্নতা দেখা যায়। একজন হয়তো মনে করছেন সবাইকে পোশাক না দিয়ে টাকা দেওয়াই ভালো, আবার অন্যজন ভাবছেন পোশাক কিনে দেওয়াই ভালো।
তবে সবচে' ভালো হয় যদি দু'জনে বসে শপিংয়ের জন্য একটা তালিকা তৈরি করে নিতে পারেন। কাকে কাকে কী দেবেন, ঢাকার বাইরে কোনো আত্মীয় থাকলে তাকে কীভাবে পৌঁছে দেবেন সব গুছিয়ে লিখে ফেলুন। যে যে বিষয়ে মতবিরোধ হয় সেক্ষেত্রে দু'জনের মতামতই লিখুন, তারপর আলোচনা করে যুক্তির নিরিখে একটি মত প্রতিষ্ঠা করুন।
তাড়াহুড়োয় অনেক সময় ছোট ছোট বিষয় মনে থাকে না। স্বামী বা স্ত্রী পরস্পরকে আলাদাভাবে কিছু দিতে চাইলে জিজ্ঞাসা করে নিতে পারেন। আবার চমকে দিতে চাইলে অন্য কারো কাছ থেকে জেনে নিতে পারেন কী পেলে তিনি খুশি হবেন। এসব রহস্যের মধ্যেই তো দাম্পত্য জীবন সুখের হয়।
বিয়ের পর প্রথম ঈদ, দু'টি পরিবারের জন্য নতুন এবং সুন্দর অভিজ্ঞতা হতে পারে সহজ কিছু বোঝাপড়ার মধ্য দিয়ে। তাই প্রথম ঈদ কীভাবে কাটাবেন তা স্বামী-স্ত্রী দু'জনে মিলে যদি আগে থেকে ঠিক করে নেয়া যায় তাহলে দু'জনের জন্যই আনন্দময় হয়ে উঠবে ঈদ।