'প্রেম' বিষয়টি সৃষ্টির আদিলগ্ন থেকেই মানুষের মধ্যে ভাষাভেদে বিভিন্ন শব্দের জামা পরে হাজির হয়েছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এর সঙ্গে যোগ হয়েছে নানা মাত্রা। বর্তমানে প্রেমের পাশাপাশি সবচেয়ে আলোচিত শব্দ ডেটিং। আর এ নিয়ে রয়েছে নানা বিতর্ক। অনেক নারী আছেন যারা শুধুমাত্র পুরুষের বাহ্যিক সৌন্দর্য্য দেখেই তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়েন। ডেটিংয়ে যান। এ নিয়ে নানা বিপত্তিতেও পড়েন।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচ ধরনের পুরুষের সঙ্গে নারীদের ডেটিং করা উচিত নয়।
১. খবরদারি করতে পচ্ছন্দ করেন: অনেক ব্যক্তি আছে যারা সব সময় অন্যের কাজে খবরদারি করতে পচ্ছন্দ করেন। কারণে অকারণে সব কিছুতে প্রশ্ন তোলেন। এ ধরনের ব্যক্তিরা অন্যকে বিরক্ত করতে ভালোবাসেন।
২. নিজেই শতভাগ ঠিক: অনেকে আছেন যারা নিজের সিদ্ধান্তকে বেশি গুরুত্ব দিতে চান। অন্য কারো কথা শুনতে চান না। দেখা যাচ্ছে, কোনো রেস্টুরেন্টে গিয়ে তিনি নিজের মত করে অর্ডার দিচ্ছেন। কিন্তু আপনার কাছ থেকে কোনো মতামত নিচ্ছেন না। সে ক্ষেত্রে আপনার খারাপ লাগাটাই স্বাভাবিক।
৩. শিশুসুলভ আচরণ: অনেকে আছেন যাদের আচরণ একেবারেই শিশুদের মত। তিনি আপনার মনের সুখ দুঃখ ভালোভাবে বোঝেন না। এ ধরনের ব্যক্তিদের সব বিষয়ে বুঝিয়ে দিতে হবে যা আপনার ডেটিংকে বিরক্তিকর করে তুলবে।
৪.একাধিক প্রেম করেন: কিছু কিছু পুরুষ আছেন যারা একাধিক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। তারা মূলত শারীরিক আনন্দ ছাড়া আর কিছুই বোঝেন না। এজন্য প্রেম করতে হলে আগে ছেলেটির অতীত জেনে নিন।
৫.অতিরিক্ত আবেগ প্রবণ: অনেকে আছেন যারা শুধু বুকভরা আবেগ নিয়ে সামনে আসেন। বারবার অপরাধ করেন আর বারবার ক্ষমা চান। কিন্তু পেছনে গিয়ে আবার একই ধরনের অপরাধ করেন। তাদের অবশ্যই এড়িয়ে চলা উচিত।
বিডি-প্রতিদিন/২৫ সেপ্টেম্বর, ২০১৪/আহমেদ