সম্পর্ক ভেঙ্গে গেলে নারী ও শিশুরা সবচেয়ে বেশি অর্থ সংকটে পড়ে বলে এক গবেষণায় দেখা গেছে। ইংল্যান্ডের একদল গবেষক। গবেষকরা বলছেন, সম্পর্ক ভাঙ্গার পর প্রতি ৫ জনে ১ জন মা দরিদ্র হয়ে পড়েন। এমনকি ভালোভাবে বাঁচার জন্য জীবনের বেশিরভাগ সময়ই তাকে অর্থের জন্য সংগ্রাম করতে হয়। ব্রিটেনের একদল বিজ্ঞানী গবেষণাটি পরিচালনা করেন। খবর ডেহলি মেইলের
ব্রিটেনের এসেক্স বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষকরা ১৯৯১ থেকে ২০০৮ সালের মধ্যে এ সংক্রান্ত প্যানেল সার্ভে করেন পরিবারের ওপর। এতে তারা দেখতে পান, বাবা-মায়ের সম্পর্ক ভাঙ্গার কারণে ১৯ শতাংশ শিশু দরিদ্র হয়ে পড়ে। এ সময় নারী এবং পুরুষদের মানসিক পরিস্থিতি এবং জীবনে সন্তুষ্টির মাত্রাও কমে আসে।
ন্যুফিল্ড ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত গবেষণাটিতে দেখা গেছে, এ সময়ে পুরুষদের আয় ৮০ শতাংশ বেড়ে যায়। অন্যদিকে নারীরা উপার্জন করলে পরবর্তীতে তারা সহজেই নতুন সঙ্গী জুটে নিতে পারেন।
গবেষণার পরিচালক অধ্যাপক মাইক ব্রিউয়ার্স এবং ডা. এলিটা নন্দী বলেন, নারী ও নির্ভরশীল সন্তান থাকলে বিভক্তির পরও তারা পুরুষের চেয়ে বেশি ভালো থাকতে পারেন। ভাঙ্গন অল্প সময়ের জন্য হলে তা নারী-পুরুষ উভয়ের মন ওবং আচরণের উপর নেতিবাচক প্রভাব ফেলে। দীর্ঘ সময়ের ভাঙ্গন অর্থ ও ভালোভাবে বেঁচে থাকার উপর মারাত্নক প্রভাব ফেলে।
গবেষকরা জানিয়েছেন, কোনো দম্পতি সম্পর্ক ভাঙ্গার অল্প সময়ের বিরতিতে পুনরায় সম্পর্কে জড়িত হলে নারীর আর অর্থের জন্য সংগ্রাম করতে হয় না। তবে সময়টা দীর্ঘ হলে হবে না। ২-৩ বছরের মধ্যেই ফের স্বাভাবিক জীবনে ফিরতে হবে।
বিডি-প্রতিদিন/সেপ্টেম্বর ২০১৪/শরীফ