বিয়ের অনুষ্ঠান মানেই বিশাল আয়োজন আর ব্যাপক আনন্দ। মানুষ সাধারণত বিয়ের উৎসবটা তা বেশ বড় পরিসরেই করতে চান। আত্মীয়স্বজন, প্রতিবেশি, বন্ধু-বান্ধব ও সহকর্মীসহ অনেকের উপস্থিতির কারণে বিয়ের অনুষ্ঠান আরও বেশি পূর্ণতা পায়। তবে সামাজিক বন্ধন দৃঢ় করার এই উৎসবেও কিছু মানুষ অংশগ্রহণ করেন যারা অন্যদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। এ ধরনের মানুষের কারণে অনুষ্ঠানের সৌন্দর্য কিছুটা হলেও ম্লান হয়ে যায়। যদিও বিরক্ত উদ্রেককারীরা নিজেরাও বোঝেন না যে তাদের কাজকর্মে অন্যান্য মানুষজন কতোটা বিরক্ত।
নিজেকে বড় বলে জাহির করা আত্মীয়স্বজন: বিয়েতে অনেক আত্মীয়স্বজনের দেখা পাওয়া যায় যারা হয়তো সচরাচর বেড়াতে আসেন না। এদের মধ্যে এমন কিছু আত্মীয়ের দেখা পাওয়া যায় যারা নিজেদের বড় বলে জাহির করতে বেশ পছন্দ করেন। তারা নিজেরা কতো বড় অনুষ্ঠান করেছিলেন, কতো বড়লোকের সাথে নিজের মেয়ের বিয়ে দিয়েছিলেন ইত্যাদি বিরক্তিকর ফিরিস্তি দিতে থাকেন বিয়ের অনুষ্ঠানের মাঝেই।
বেশি বেশি 'খাই খাই' মানুষ: কিছু কিছু মানুষ বিয়ের অনুষ্ঠানে আসেন যাদের দেখলে মনে হয় তারা কেবল খাওয়ার জন্যই এসেছেন। খাওয়া ছাড়া তাদের চিন্তা-ভাবনায় যেন আর কিছু থাকে না। বিয়ে বাড়িতে খাওয়া দেয়া মাত্র সব কিছু ফেলে খেতে বসে যান এ ধরনের মানুষজন এবং এমনভাবে খেতে শুরু করেন যা আশপাশের মানুষের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।
সব সময় ক্যামেরার সামনে থাকতে চাওয়া মানুষ: কিছু মানুষ থাকেন বিয়ে বাড়িতে সবসময় ক্যামেরার সামনে দাড়িয়ে থাকতে পছন্দ করেন। ফটোগ্রাফার এবং ভিডিওকারীরা শত বলেও বর-বধূর পাশ থেকে তাদের সরাতে পারেন না। বিয়ে বাড়িতে তোলা সব ছবিতেই এ ধরনের মানুষগুলোর হাসিমুখ জ্বলজ্বল করতে থাকে।
সবকিছুতে খুঁত ধরতে যাওয়া মানুষ: বিয়ে বাড়িতে আরেক ধরনের মানুষের দেখা মেলে সব কিছুতে খুঁত ধরা যাদের স্বভাব। খাবারের স্বাদ ভালো হয়নি, স্টেজ সাজানো ভালো হয়নি, এতো কম গহনা পড়েছে কেন বউ, বউয়ের মেকআপ 'খ্যাত' লাগছে ইত্যাদি ধরনের অসংখ্য খুঁত চোখের কথা বলে বলে সবাইকে বিরক্ত করতে থাকেন।
বিডি-প্রতিদিন/ ৩০ সেপ্টেম্বর, ২০১৪/ রাসেল/ রশিদা