সবসময় পার্লারে গিয়ে বাড়তি টাকা খরচের সামর্থ্য ক'জনের আছে। এছাড়া সময়টাও তো দরকার। কিছু সাজ নিজেই শিখে নিলে তো কোনো ঝামেলাই থাকে না।
খোপা বাঁধাটা অনেকের কাছেই ঝামেলার। এতে কিছুটা শিল্পের ছোঁয়াতো রয়েছেই। মাত্র ৫ মিনিটে নিজেই করে ফেলা যায় চোখ ধাধানো পার্টি খোঁপা। ভিডিওটি দেখে শিখে নিন কীভাবে করবেন রোজ সাইড পার্টি খোপা।
ভিডিও দেখতে ক্লিক করুন: https://www.youtube.com/watch?v=y9kZNMNps5o
বিডি-প্রতিদিন/০৯ জানুয়ারি ২০১৫/আহমেদ