হরমোনের প্রভাবে বয়ঃসন্ধিকালে ব্রন ওঠা একটা স্বাভাবিক প্রক্রিয়া। সৌন্দর্যে আঘাত পড়ায় এটি নিয়ে টিন-এজারদের দুঃশ্চিন্তারও শেষ নেই। আবার অপর্যাপ্ত ঘুম, পেটে সমস্যাসহ অন্যান্য কারণেও অনেক সময় মুখের ত্বক ফুড়ে বেরিয়ে আসে ব্রন। বিজ্ঞানীরা জানিয়েছেন, চেহারায় বিভিন্ন অংশের ব্রন দেখে জানা যায় শারীরিক অবস্থা। চিকিৎসা বিজ্ঞানে 'ফেস ম্যাপিং' নামে একটি কথা রয়েছে। এর মাধ্যমে বিভিন্ন জায়গার ব্রন দেখে জানা যায় কোথায় কী সমস্যা রয়েছে। ভ্যানগার্ড ডার্মাটোলজির প্রতিষ্ঠাতা ড. মাইকেল স্যাপিরো বিষয়টি ব্যাখ্যা করেছেন।
কপাল: পানির অভাবে হজমের সমস্যা এবং বিষক্রিয়ার কারণে কপালে ব্রন ওঠে। বেশি করে বিশুদ্ধ পানি পান করুন।
চোখের চারদিকে: এসব এলাকায় ব্রন হয় কিডনির সমস্যা থেকে। কিডনির কাজে ব্যাঘাত ঘটলে চোখের আশপাশে ব্রন হতে পারে।
টি-জোন: আপনার নাক সরাসরি লিভারের সঙ্গে যুক্ত। অ্যালকোহলের কারণে যাদের লিভারে সমস্যা রয়েছে, তাদের নাকে ব্রন হতে পারে। এছাড়া উচ্চরক্তচাপের কারণে নাকের ওপর ব্রন উঠতে পারে। এ জন্য রক্তচাপ নিয়ন্ত্রণ করুন।
চিবুক: এটি ক্ষুদ্রান্ত্রের সঙ্গে সম্পর্কিত। স্বাস্থ্যকর খাবার খাওয়ার মাধ্যমে চিবুকের ব্রন থেকে মুক্তি মিলতে পারে।
গালের ওপরের অংশ: গালের যে অংশটি সবচেয়ে উঁচু, সেখানে ব্রন হলে বুঝতে হবে আপনার ফুসফুসে দূষণ ঘটেছে। দূষিত পরিবেশে নিঃশ্বাস নিলে এমন হতে পারে।
গালের নিচের অংশ: মুখের অভ্যন্তরে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে গালের নিচের অংশে ব্রন হয়। নিয়মিত ব্রাশ করা, মুখ পরিষ্কার রাখার মাধ্যমে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে।
কান: কানের সঙ্গেও কিডনি বিষয় জড়িত। কানে ব্রন হওয়ার অর্থ হলো কিডনি পানির অভাবে ভুগছে। এ ছাড়া অতিরিক্ত লবণ গ্রহণও এর কারণ হতে পারে।
বিডি-প্রতিদিন/১৩ জানুয়ারি ২০১৫/আহমেদ