অনেকের জোড়া ভ্রু, তো অনেকের আবার ভ্রু দেখাই যায় না। তা হলে কি করা! মুখ বেজার করে বসে থাকলে তো নিশ্চয় সমাধান মেলবে না, তাই না! তার চেয়ে বরং কিছু করুন, কিন্তু কি করবেন কিভাবে করবেন জানেন না তো, তো তাতে কি হয়েছে! সমস্যার সমাধান দেয়া হলো, দেখে নিন।
- ভ্রু হালকা হলে নিয়মিত (মাসে একবার বা দুইবার) আইব্রো প্লাক করতে হবে। এতে ভ্রুর লাইন স্পষ্ট ও পরিষ্কার হবে এবং একটা শেপ আসবে। দীর্ঘদিন আইব্রো প্লাক করলে নতুন ভ্রুও গজায়। ফলে ভ্রুর ঘনত্ব বাড়বে।
- রোজ রাতে ঘুমতে যাওয়ার আগে ভুরুতে অলিভ অয়েল বা ক্যাস্টর অয়েল লাগিয়ে নিন। সকালে উঠে ধুয়ে ফেলুন। এতে এক মাসের মধ্যে ভ্রু ঘন হয়ে যাবে। অলিভ ও ক্যাস্টর তেল নতুন চুল গজাতে খুবই কার্যকরী। মাল্টিভিটামিন ট্যাবলেটও খেতে পারেন।
- মেকআপ করার সময়, পুরো মুখে মেকআপ হয়ে গেলে ভ্রুতে কোনও ময়েশ্চারাইজার বা ক্রিম লাগান।
- এবার ভ্রু লাইন করা শিখে নিন। বাজারে আইব্রো ফিলার পাওয়া যায়। এই ফিলারে নিজের হেয়ার কালারের শেড বেছে নিন। সেটা হালকা কোনও তুলিতে করে আইব্রোতে লাগিয়ে নিন। ফিলার না পেলে ডার্ক শেডের আইশ্যাডো নিজের হেয়ারকালার অনুযায়ী বেছে আইব্রোতে লাগান। এতে ভ্রু মোটা দেখাবে। আবার আর্টিফিশিয়াল মনে হবে না।
বিডি-প্রতিদিন/ ১৭ ফেব্রুয়ারি, ২০১৫/ রশিদা