আজকাল সবারই কম-বেশি চুল পড়ার সমস্যা রয়েছে। কিন্তু চুল একবার পড়ে যাওয়ার পর নতুন করে চুল গজানো যেন অসম্ভব একটি ব্যাপার! তবে হ্যাঁ, এই অসম্ভবকে সম্ভব করারও আছে উপায়। সপ্তাহে ৩ থেকে ৪ দিন রাতে ঘুমানোর আগে একটি সহজ কাজ করুন। যা আপনাকে নতুন চুল গজাতে সহায়তা করবে। আর এতে আপনার প্রয়োজন হবে খুব সাধারণ অলিভ অয়েল ও রসুন!
উপকারিতা:
রসুনে আছে উচ্চমাত্রার সালফার, ভিটামিন সি, সেলেনিয়াম এবং হরেক রকম খনিজ উপাদান যা নতুন চুল গজাতে অত্যন্ত সহায়ক। রসুনে উপস্থিত কপার নতুন চুল গজায়, চুল কালো করে ও চুলকে ঘন করে। তাছাড়া রসুন ব্যবহারে চুলে কোনো পাশ্বপ্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা নেই।
যা করবেন আপনি?
প্রথমে রসুনের নির্যাস মেশানো অলিভ অয়েল তৈরি করতে হবে। এটা করার জন্য এক বোতল অলিভ অয়েলে ও কয়েক কোয়া রসুন এক সপ্তাহের মতো ফেলে রাখুন। তারপর ওই তেলটি মাথায় ব্যবহার করুন। চুল পড়া রোধ করতে ও মাথায় নতুন চুল গজাতে এই তেলটি অত্যন্ত সহায়ক।
এছাড়াও কয়েক কোয়া রসুন একটু থেঁতলে নিয়ে চুল কমে যাওয়া স্থানগুলোতে ঘষে ঘষে লাগাবেন। আপনি চাইলে রসুনের রস বা রসুনের পেস্টও চুল কমে যাওয়া স্থানগুলোতে প্রয়োগ করতে পারেন। সকালে মাথায় লাগানোর পর এক ঘণ্টা অপেক্ষা করবেন। তারপর অলিভ অয়েল দিয়ে মাথার ত্বক খুব ভালো করে ম্যাসাজ করে নেবেন। একটি শাওয়ার ক্যাপ বা পলিথিন মাথায় লাগিয়ে ঘুমাতে যান। কমপক্ষে ৮ ঘণ্টা চুলে এই মিশ্রণ রাখবেন। সকালে ভালো করে শ্যাম্পু করে নিন।
সর্তকতা:
মনে রাখবেন, যদি রসুন দেওয়ায় মাথায় যন্ত্রণা হয়, তাহলে সঙ্গে সঙ্গে মাথা ধুয়ে ফেলবেন। আর আপনি কখনো ওই তেল ব্যবহার করবেন না।
বিডি-প্রতিদিন/১৬ এপ্রিল, ২০১৫/মাহবুব