মশার কামড়ে অতিষ্ঠ নগরবাসী! এ যেন শহরের চির পরিচিত রুপ। একে তো গরম, তার ওপর আবার মশারি না টানিয়ে ঘুমালে কোন কথাই নেই। না ঘুম না মশা তাড়ানো। অন্যদিকে মশা তাড়াবার জন্য স্প্রে বা কয়েল জ্বালাবেন তাতেও ক্ষতিকর রাসায়নিক। যা আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। কিন্তু শরীরের কোনরকম ক্ষাত ছাড়াই নিশ্চিন্তে ঘুমানোর জন্য মাত্র ৩০ সেকেন্ডে আপনিই বের করতে পারেন উপায়। আর এজন্য লাগবে নারিকেল তেল বা ভ্যানিলা এসেন্সের মত সাধারণ উপাদান!
প্রথমত,
নারিকেল তেল ও এসেনশিয়াল অয়েলের মতো দুটি সাধারণ উপাদান লাগবে। নারিকেল তেল সবার ঘরেই থাকে, সঙ্গে বেছে নিন আপনার পছন্দের যে কোন এসেনশিয়াল অয়েল। যেমন ল্যাভেনডার, মিনট, লবঙ্গ, বেসিল, লেমনগ্রাস বা রোজমেরী। এই ফ্লেভারগুলো থেকে বেছে নিন যে কোন একটি বা দুটি এসেনশিয়াল অয়েল। এবার ৮ আউন্স নারিকেল তেলের সঙ্গে মিশিয়ে নিন ২ চা চামচ এসেনশিয়াল অয়েল। ব্যস, তৈরি মশা তাড়াবার জন্য প্রাকৃতিক তেল! এই তেল আপনি শরীরের যে কোন অংশে মাখতে পারেন। মশা তো দূর হবেই, সাথে ত্বকও ভালো থাকবে। আর মশা থাকবে আপনার কাছ থেকে অনেক অনেক দূরে। কেবল মশা নয়, পিঁপড়াসহ অন্যান্য ক্ষুদ্র পোকামাকড়ও আর কাছে ভিড়বে না।
দ্বিতীয়ত,
মশা তাড়াবার আরেকটি উপায় রয়েছে। আর তাতে লাগবে শুধু ভালো মানের ভ্যানিলা এসেন্স। যে ভ্যানিলা এসেন্স আমরা খাবার তৈরিতে ব্যবহার করি, সেটাই। এর সঙ্গে সমপরিমাণ পানি মিশিয়ে নিন। তারপর সেই মিশ্রণ ব্যবহার করুন নিজের ত্বকে। চাইলে এই মিশ্রণের সাথে সামান্য লেবুর রস মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিজের ঘরে বা বাগানেও স্প্রে করতে পারেন।
বিডি-প্রতিদিন/ ১৮ এপ্রিল, ২০১৫/ রোকেয়া।