বিষণ্ণতার মতো মানসিক সমস্যা থেকে মুক্তিলাভের একটি যুগান্তকারী ওষুধ আবিষ্কারের দাবি করেছেন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী। সম্পূর্ণ নতুন ধরনের এই ওষুধ ২৪ ঘণ্টার কম সময়ে বিষণ্ণতা উপশম করতে পারবে বলে আশাবাদী বিজ্ঞানীরা।
ওষুধটি মানুষের ওপর পরীক্ষার ফলাফল দেখে বিজ্ঞানীদের দাবি, বিষণ্ণতা নিয়ে বর্তমান চিকিৎসা পদ্ধতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে এটি। মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ফিজিওলজি বিভাগের প্রধান ড. স্কট থম্পসন বলেন, 'আমাদের ফলাফল বিষণ্ণতার চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। মারাত্মক বিষণ্ণতা থেকে এই নতুন ওষুধ এক দিনেরও কম সময়ে উপশম দিতে পারে এমন প্রমাণ পেয়েছি আমরা।'
বর্তমানে যে পদ্ধতিতে বিষণ্ণতার চিকিৎসা করা হয় তাতে ওষুধ প্রয়োগ করে মস্তিষ্কে সেরোটোনিনের মাত্রা বাড়িয়ে দেয়া হয়। প্রোজ্যাক, লেক্সাপ্রোর মতো ওষুধ এভাবে কাজ করে। তবে মাত্র এক তৃতীয়াংশ রোগীর ওপর এই চিকিৎসা পদ্ধতি কাজ করে। আর ফল পেতেও তিন থেকে আট সপ্তাহ সময় লেগে যায়।
নিউরোসাইকোফার্মাকোলজি নামে একটি জার্নালে গবেষণাটির ফলাফল প্রকাশিত হয়েছে। সূত্র: পিটিআই
বিডি-প্রতিদিন/১৪ জুলাই ২০১৫/শরীফ