সমাজে ঐতিহ্যগতভাবেই মেয়েদের দুর্বল বিবেচনা করা হয়। পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদের সামর্থ্যকে খাটো করে দেখা এবং দাবিয়ে রাখার চেষ্টার অংশ হিসেবেই চিরকালীন একটি প্রক্রিয়া এটি। অথচ সম্প্রতি এক গবেষণায় বলা হয়েছে, মাত্র দুই বছর বয়স থেকেই মেয়েরা আত্মনির্ভরশীল। নিজের কাজ তারা যেভাবে গুছিয়ে করে, ওই বয়সের ছেলে শিশুদের মধ্যে তেমনটি দেখা যায় না।
গবেষকরা দেখেছেন, ওই বয়সের একটি মেয়ে শিশু নিজের পোশাক পরা বা খাওয়াদাওয়ার মতো কাজ অন্য কারো সাহায্য ছাড়া একাই করতে পারে। এমনকি কিন্ডারগার্টেনে তাদের সামাজিক তৎপরতাও বেশ বেশি।
গবেষণায় বলা হয়, ছেলে শিশুদের তুলনায় বিছানা ভিজিয়ে ফেলার মতো বিষয়গুলোও বেশ আগে ছাড়তে পারে তারা। নরওয়ের ওই বয়সী এক হাজার শিশুর ওপর গবেষণার পর এ সিদ্ধান্তে পৌঁছেন গবেষকরা। নরওয়েজিয়ান সেন্টার ফর রিডিং এডুকেশন অ্যান্ড রিসার্চের স্ট্যাভেনগার প্রকল্পের আওতায় এই গবেষণা চালানো হয়। এর ফলাফল আরেকটি আন্তর্জাতিক গবেষণার ফলের সঙ্গেও মেলে।
ওই গবেষণায় বলা হয়, মেয়ে শিশুরা ছেলে শিশুদের তুলনায় বেশ আগেই কথা শিখে যায়। তাদের অন্যদের সঙ্গে মেলামেশার ক্ষমতাও ছেলেদের চেয়ে বেশি। সম্প্রতি 'আর্লি চাইল্ডহুড এডুকেশন' সাময়িকীতে দুই বছরেই মেয়ে শিশুদের তৎপরতা নিয়ে গবেষণাসংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সূত্র : ডেইলি মেইল।
বিডি-প্রতিদিন/২৪ আগস্ট ২০১৫/শরীফ