অার একদিন বাদেই নতুন আরেকটি বছরে পা দিচ্ছি আমরা। দেখতে দেখতে ২০১৫ আমাদের জীবন থেকে অতিবাহিত হওয়ার পথে। গেলো বছর ভালো-পছন্দ দিয়েই সবার অতিবাহিত হয়েছে। এখন পিছনে না তাকিয়ে সামনের দিকে দৃষ্টি রাখতে হবে। ২০১৫ সালে হয়তো অনেক কিছু করেছেন যা নতুন বছরে করা থেকে বিরত থাকার চেষ্টা করবেন। নতুন বছরে এমন কিছু কাজ বা বিষয় যেগুলো না করারই প্রতিজ্ঞা নিন :
ডায়েট : গোট বছরই হয়তো বিশেষ ডায়েটে চক্করে পড়েছিলেন। আসলে ভেতর ও বাইরে থেকে সুস্থ থাকতে খাবারের ভূমিকাই প্রধান। কিন্তু তা তালিকার মধ্যে আটকে রাখলে চলবে না। নতুন বছরে পুরনো তালিকা বাদ দিন এবং স্বাস্থ্যকর যেকোনো খাবার উপভোগ করুন।
নষ্ট সম্পর্ক : যে সম্পর্ক প্রায় শেষ হতে চলেছে একে আর নতুন বছর পর্যন্ত নিয়ে যাওয়ার দরকার নেই। যে তরী ডুবতে চলেছে, তাকে ত্যাগ করুন।
চলতি ট্রেন্ড : আমরা সবাই ট্রেন্ডের সঙ্গে ভেসে যাই। ফেসবুকের প্রোফাইল ছবি থেকে শুরু করে পোশাক পর্যন্ত বছরের প্রচলিত ট্রেন্ড অনুযায়ী রক্ষা করতে চাই। কিন্তু নতুন বছরের শুরুতে পুরনো ট্রেন্ড বাদ দিন। নতুন কিছু করুন।
চেষ্টা করতে ভয় : অনেক কিছুই করতে ভয় করে। এই ভয়ে হয়তো পুরনো বছরে অনেক কিছুই করেননি। কিন্তু নতুন বছর উপলক্ষে নতুন সাহসে কাজটি করার চেষ্টা করুন। দেখুন কি হয়।
'আমি জানি না' : নতুন বছর থেকে এ কথাটি বলা বাদ দিন। এ কথায় আত্মবিশ্বাস কমে আসে। অন্যের চোখে আপনার ব্যক্তিত্ম হেয়প্রতিপন্ন হবে।
নিজের সীমাবদ্ধতায় বিশ্বাস করা : সবারই সীমাবদ্ধতা রয়েছে। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে ধারণা থাকা দরকার। কিন্তু নতুন বছর উপলক্ষে নিজেকে নতুন করে চিন্তা করুন। বেশ কিছু সীমাবদ্ধতাকে অস্বীকার করার চেষ্টা করে দেখুন কি হয়।
নিজেকে ঘৃণা করা : আয়নার দিকে তাকিয়ে নিজের খুঁতগুলো বের করার অভ্যাস বাদ দিন। নিজের প্রতি বাজে ধারণা ত্যাগ করুন।
সাবেক কিছু : যেকোনো জিনিস হতে পারে যা ব্যবহার করেন না, তা ফেলে দিন। সাবেক প্রেমিক বা প্রেমিকাসহ যেকোনো সাবেক জিনিস নতুন বছরে পুরোপুরি ত্যাগ করুন। যেটার প্রতি আগ্রহ আছে তার দিকে এগিয়ে যান।
খেদ : মনে অনেক ক্ষোভ ও কষ্ট থাকতে পারে। পুরনো কোনো বিষয়ের প্রতি খেদ রাখবেন না। এমন কিছু থাকলে নতুন বছরের শুরুতে এ থেকে মুক্তি নিন।
বিডি-প্রতিদিন/৩০ ডিসেম্বর ২০১৫/শরীফ