বিকিনি মানেই অর্ধনগ্ন থেকে কিছুটা বেশি। এটা এক ধরণের টু-পিস ছোট পোশাক। বিকিনি মানেই খোলামেলা পোশাক। বিকিনি মানেই শরীরের অবাধ দর্শন। আছে বিভিন্ন নামিদামি ব্রান্ডের বিকিনি। এর প্রচারের জন্য বড় বড় মডেলও ভাড়া করা হয়। হয় ফটোশ্যুট। মেয়েরাও বিকিনির জন্য মানানসই শরীর তৈরি করতে দিনরাত দৌড়াতে থাকেন জিমে। পশ্চিমা সংস্কৃতিতে বিকিনি একটি সাধারণ পোশাক হলেও মুসলিম নারীদের জন্য ঠিক তার বিপরীত। তাই এবার বিকিনি নির্মাতারা টার্গেট করেছে ওইসব নারীদের যাদের শরীর দেখাতে আপত্তি। প্রচারণায় আসছে এমন বিকিনি, যা পরলে শরীরের একটা অংশও দেখা যাবে না। আর এই বিকিনির নাম হচ্ছে বুরকিনি।
বুরকিনি নির্মাতাদের ধারণা, এটা নিয়ে কৌশলে প্রচার চালাতে পারলে অনায়াসেই বড় একটা শ্রেণির গ্রাহক ধরা যাবে। তখন মুসলিম নারীরাও অনায়াসে সমুদ্র সৈকতে দাপিয়ে বেড়াবে। বিশেষ করে যারা 'মুসলিম সাতারু', তাদের জন্যই এই বিকিনি তৈরি করা হয়েছে।
অবশ্য বিকিনি ভক্তরা এমন পোশাক নিয়ে হাসিঠাট্টাও করছে। তাদের মতে এমন জবুথবু পোশাক করে কি পানিতে নামা যায়! অন্যদিকে অনেক পুরুষ যারা সৈকতে নারীকে ক্ষুদে পোশাকে দেখতে পছন্দ করেন তারা একটু হতাশই হয়েছেন।
বিডি-প্রতিদিন/ এস আহমেদ