নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের '৯৭ ব্যাচের আনন্দ আড্ডা' অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। এ উপলক্ষে রাজধানীর একটি রেস্টুরেন্টে আয়োজন করা হয়েছে ইফতার পার্টির। ওই ব্যাচের কয়েকজন শিক্ষার্থীর উদ্যোগে এ মতবিনিময় ও আনন্দ আড্ডার উদ্যোগ নেওয়া হয়েছে।
মূলত বিভিন্ন সেক্টরে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সব বন্ধুকে একবৃত্তে আনার জন্য প্রায়ই এরকম গেট-টুগেদারের আয়োজন করে '৯৭ ব্যাচের এসব শিক্ষার্থী। এ আয়োজনে যোগ দিতে চাইলে ওই ব্যাচের আগ্রহীদের লিয়াকত এবং সোহাগের সঙ্গে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো। বিস্তারিত মুঠো ফোনে : ০১৭৬০৬১৩৪৬৪, ০১৭৩১১৩৯৬৪০