আদরের শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু না হয় ভাল ভাবেই হল। দারুণ উপভোগ করলেন দুজন দু'জনকে। তবে শারীরিক ঘনিষ্ঠতা কিন্তু সেখানেই শেষ হয়ে যায় না। জানেন কি, সব শেষ হওয়ার পরেও এমন কিছু কাজ থেকে যায়, যা করলে বা না করলে পুরো আনন্দটাই মাটি হয়ে যেতে পারে। জেনে নেই সেই কাজগুলো সম্পর্কে-
১। আদর শেষ হলেই মোবাইল ফোন বা ল্যাপটপ নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন না। সঙ্গী বা সঙ্গিনীর চোখে চোখ রেখে কথা বলুন।
২। সন্তান থাকলে সব হয়ে যাওয়ার পরে তাকে মাঝখানে নিয়ে আসবেন না।
৩। আলাদা ঘুমোবেন না। যতই ক্লান্তি থাকুক, ঘুমিয়ে পড়ার আগে সামনা সামনি কথা বলুন।
৪। আবার খেতে উঠে যাবেন না। নৈশভোজ আগেই সেরে রাখুন।
৫। সম্পূর্ণ তৃপ্তি নাই আসতে পারে। তার জন্য মেজাজ যেন চড়ে না যায়। যাই হোক হাসিমুখে থাকুন।
বিডি-প্রতিদিন/ ১৬ ডিসেম্বর, ২০১৬/তাফসীর-২০