বিয়ে কিম্বা প্রেম, ঝগড়া তো হবেই। কিন্তু বেশিরভাগ সম্পর্কে যে বিষয়গুলি নিয়ে ঝামেলা হয়, সেগুলোর বেশিরভাগই আসলে ভিত্তিহীন। অর্থাৎ সম্পর্কের মধ্যে অকারণে ঢুকে পড়ে নানা অদরকারি বিষয়। ঠিক কী রকম চাহিদা রাখলে আপনার সঙ্গীও খুশি হবেন, অকারণে ঝামেলাও বাড়বে না, সেটা দেখে নিন একবার।
১। দু’জনের একই পছন্দের তালিকা:-
দুজনেরই পছন্দের তালিকা একই রকম হতে হবে, এমন আশা করার কোনও মানে হয়না। বরং, দুজনের পছন্দের তালিকা কিছুটা আলাদা হওয়াই ভাল। তাতে সম্পর্কে নানা রকমের বৈচিত্র্য থাকবে। জোর করে পছন্দ গুলো এক করে দেওয়ার প্রয়াস করলেই সমস্যার সৃষ্টি হয়। নিজেদের পরিচিতি বজায় রাখা গুরুত্বপূর্ণ।
২। সব সময় সঙ্গীর পাশে থাকা:-
সবসময় সঙ্গীর সঙ্গে সময় কাটালেও সমস্যা হতে পারে। আপনি এবং আপনার প্রিয় মানুষটি দুজন আলাদা ব্যক্তি। তাই আপনাদের নিজস্ব সময় দরকার। সেই স্পেস বজায় রাখুন। সম্পর্কে এই সময়ের গুরুত্ব অপরিহার্য।
৩। অন্য নারী বা পুরুষ:-
অন্য কোনও মহিলা বা পুরুষকে নিয়ে সঙ্গীর সঙ্গে ঝগড়া হয়েই থাকে। আপনি যদি আশা করেন অন্য নারী কিম্বা পুরুষের সঙ্গে আপনার সঙ্গী মিশবেন না সেটা অযথা চাহিদা। তাকে অযথা সন্দেহ করলে এই ধরণের ঝামেলা হবেই। একটি সুস্থ সম্পর্কের মূলে রয়েছে বিশ্বাস। সেই বিশ্বাস বজায় রাখা জরুরি।
৪। সঙ্গীর প্রতি নির্ভরতা-
সঙ্গীর প্রতি নির্ভরশীল হওয়া ভাল। কিন্তু মাত্রাতিরিক্ত নির্ভরতা সম্পর্কে তিক্ততা তৈরি করে। একে অপরের প্রয়োজন জানুন, দায়িত্ব নিন তবেই সম্পর্ক ভাল থাকবে।
৫। সঙ্গী বদলাবে না-
কম বেশি সবাই আশা করেন তার সঙ্গী বদলাবেন না। কিন্তু সময়ের সঙ্গে সবাই বদলে যায়। স্বাভাবিক নিয়মেই আপনার সঙ্গীর বিভিন্ন দৃষ্টিভঙ্গীও বদলাবে। সেটা মেনে নিন। এই বিষয় নিয়ে আলোচনা করলে সমস্যার সমাধান কোনওদিন হয় না।
বিডি-প্রতিদিন/ ২৩ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-২০