মানুষ ক্রমেই অপরাধপ্রবণ হয়ে পড়ছেন। আর এই অপরাধের নেপথ্যে মানসিক অসুস্থতা দায়ী বলে জানিয়েছেন মার্কিন গবেষকরা। তাদের মতে, ছয়মাস ধরে ক্রমাগত হিংসার শিকার হলে বা হিংসায় মদত দিলে যে কেউ মানসিক অসুস্থ হতে পারেন।
নর্থ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর সরশ দেসমারাইস বলেন, আশ্রয়চ্যুত হওয়া, অসুস্থ ব্যক্তির খারাপ চিকিৎসার ফলে যে কেউ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন।
তিনি আরও বলেছেন, মাদক নিলে হিংস্র হয়ে ওঠেন মানু্ষ। আর মদ্যপান করলে হিংসার শিকার হন অনেকে। তবে হিংস্র হওয়া বা হিংসার শিকার হওয়া- প্রত্যেকেরই কিছু মানসিক বিচ্যুতি দেখা দেয়। উদ্বেগ, হতাশা, বিষাদ এবং নিজের প্রতি স্বাভাবিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি।
গবেষকদের বক্তব্য, এই অবস্থায় ওই ব্যক্তির চিকিৎসা করানো দরকার। নয়তো তিনি গোষ্ঠী হিংসার জন্ম দিতে পারেন। তাদের সেই গবেষণার ফল প্রকাশিত হয়েছে ‘সাইকোলজিক্যাল মেডিসিন’ নামে পত্রিকায়।
বিডি প্রতিদিন/২৭ ডিসেম্বর ২০১৬/এনায়েত করিম