অ্যাপেন্ডিসাইটিস তীব্র ও দীর্ঘমেয়াদী একটি রোগ। আর এ রোগ নারী-পুরুষ উভয়েরই হতে পারে। মাবন দেহে অ্যাপেন্ডিক্স নামক ক্ষুদ্র উপাঙ্গের প্রদাহকে এপেন্ডিসাইটিস বলে। মানবদেহের বৃহদান্ত্রের সাথে যুক্ত আঙ্গুলের ন্যায় ক্ষুদ্র উপাঙ্গটি উদরের ডানপাশে থাকে। যখন অ্যাপেন্ডিক্সে সংক্রমণ হয়, জ্বলন হয় বা কোন কারণে অবরুদ্ধ হয়ে যায় তখন অ্যাপেন্ডিসাইটিস হয়েছে বলা হয়। সাধারণ পেটে ব্যথা এবং অ্যাপেন্ডিসাইটিসের ব্যথার পার্থক্য মধ্যে আছে।তবে হঠাৎ পেটে ব্যথা শুরু হলে আমরা বুঝেই উঠতে পারি না ব্যথাটা অ্যাপেন্ডিসাইটিসের কি না? অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা হঠাৎ করেই শুরু হয় বলে এর উপসর্গ সম্পর্কে আগে থেকে জেনে রাখা প্রয়োজন। সাধারণত অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা পেটের মধ্য থেকে শুরু হয়ে আস্তে আস্তে ডান পাশে গিয়ে স্থায়ী হয়। আরো জেনে নিন-
* নাভির চারপাশে ব্যথা শুরু হয় এবং সঙ্গে সঙ্গে তা অন্যত্র অর্থাৎ তলপেটে স্থানান্তরিত হয়। ক্ষুধা কমে যায়, বমি বমি ভাব হয় ও বমি হয়।
* হজমের সমস্যা হয়, ফলে কোষ্ঠকাঠিন্য এবং ডায়রিয়া হয়। পেটের ডান পাশের পেশি আঁটসাট হয়ে যায়।
* পেটের ডানপাশে অথবা পিছনে তীব্র ব্যথা দেথা দেয়। ওই স্থানে চাপ দিলে অসহ্য ব্যথা হয়। নড়াচড়া করলে, গভীর ভাবে দম নিলে, হাঁচি বা কাশি দিলেও ব্যথা তীব্র ও অসহনীয় হয়ে উঠে।
* শরীর হঠাৎ ঠান্ডা হয়ে যায়। পেটের ব্যথায় জ্বর হয় এবং সময়ের সঙ্গে সঙ্গে জ্বরের তীব্রতা বৃদ্ধি পায়। খাওয়ায় অনীহা দেখা দেয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার